সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সাহারানপুরের মাওলানা আকিল মাজাহিরির ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান

দেওবন্দের নতুন শিক্ষাসচিব হলেন মুফতি খুরশেদ গায়াভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ উবায়দুল্লাহ আসআদ কাসেমি: ভারতের ঐতিহ্যবাহি দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নতুন শিক্ষাসচিব হলেন মুফতি খুরশেদ আনোয়ার গায়াভি।

গত ২৩ এপ্রিল দারুল উলুম দেওবন্দের মেহমান খানায় মজলিসে শুরার বাৎসরিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে মুফতি খুরশেদ আনোয়ার গায়াভিকে নতুন শিক্ষাসচিব হিসেবে নিযুক্ত করা হয়।

বৈঠকে নতুন শিক্ষাসচিব নিযুক্তকরণ ছাড়াও নতুন শিক্ষক নিয়োগ এবং আরবি বিভাগের শিক্ষকদের পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও বৈঠকে সাবেক ভারপ্রাপ্ত শিক্ষাসচিব মাওলানা মুফতি আফজাল হুসাইন কেমুরি বিগত দুই বছরের সম্পূর্ণ রিপোর্ট পেশ করেন। মাদরাসার সহকারী প্রিন্সিপাল ও অবকাঠামো বিভাগের নাজেম মাওলানা আবদুল খালিক মাদরাসি দারুল উলুমের নতুন ভবন নির্মাণ সংক্রান্ত রিপোর্ট পেশ করেন।  এসময় নতুন ভবনের অবশিষ্ট কাজ অতিদ্রুত শেষ করার ব্যাপারে মজলিসে শুরার সদস্যবৃন্দ ঐক্যমত পোষণ করেন।

বৈঠকে রুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস মুফতি সাইদ আহমাদ পালনপুরি, প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুল কাসেম নুমানি, মাওলানা আবদুল আলিম ফারুকি, মাওলানা ইশতিয়াক মুজাফফারপুরি, হাকিম কালিমুল্লাহ আলিগড়ি, মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরি প্রুমখ উপস্থিত ছিলেন।

সূত্র: রোজনামা খবরিন

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ