রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

সাংবাদিক মাহফুজ উল্লাহ ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আমিনুল হকের মৃত্যুতে আদর্শ নাগরিক আন্দোলনের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট সাংবাদিক, গবেষক, লেখক, কলামিষ্ট মাহফুজ উল্লাহ ও বিএনপির ভাইস-চেয়ারম্যান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে আদর্শ নাগরিক আন্দোলন ও জাতীয় মানবাধিকার আন্দোলন।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদল হাসান এই গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবাণীতে মুহাম্মদ মাহমুদল হাসান বলেন, মরহুম মাহফুজ উল্লাহ ছিলেন বিশিষ্ট সাংবাদিক, গবেষক, লেখক, কলামিষ্ট। তিনি তার দীর্ঘ জীবনে সাংবাদিকতা ও লিখণীর মাধ্যমে এ জাতিকে করেছেন জাগ্রত। তিনি ছিলেন একজন আপোসহীন কলম সৈনিক। তার লেখা, কথা বলা সবই ছিল দেশ, জাতি ও মানুষের কল্যাণে। তিনি জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির একজন কলমযোদ্ধাও ছিলেন।

আমিনুল হক সম্পের্কে মাহমুদল হাসান বলেন ‘ব্যারিস্টার আমিনুল হক একজন মন্ত্রী হিসেবে দেশের জনগণের অনেক খেদমত করে গিয়েছেন। বিশেষ করে তিনি রাজশাহী অঞ্চলের উন্নয়নের জন্য বিরাট ভূমিকা পালন করে গিয়েছেন। তার অবদান রাজশাহীর জনগণ সহ সমস্ত জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

মাহমুদল হাসান আরো বলেন, আমি তাদের উভয়ের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা উভয়জনকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ