মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘ইসলামী ঐক্যজোট দেশে ইসলামী শাসনের সোনালী অধ্যায় সৃষ্টি করতে চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  টাকা-সিলেট রোডের ইটাখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন চত্বরে ইসলামী ঐক্যজোট শিবপুর উপজেলা শাখা আয়োজিত জনসভায় শুক্রবার নেতৃবৃন্দ বলেছেন, শাসন ব্যবস্থায় সমাজে ঘুষ-দূর্নীতি ও মাস্তানদের অবাধ পদচারণার সুযোগ, অপহরণ, গুম, খুন, হাইজ্যাক, প্রভৃতি অপরাধ প্রবণতা বেড়ে চলেছে অস্বাভাবিক হারে।

আমাদের স্বাধীন রাষ্ট্রীয় ভূখন্ডভিত্তিক বাংলাদেশি চেতনা এবং জীবনভিত্তিক ধর্মীয় দৃষ্টিভঙ্গীর ৯০ ভাগ মানবমন্ডলির অস্তিত্বের ভিত্তি তৈরি করেছে ইসলাম ধর্ম। তারা বলেন, ইসলামী ঐক্যজোট দেশে ইসলামী শাসনের সোনালী অধ্যায় সৃষ্টি করতে চায়।

এইচ এম হারিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।

বক্তব্য রাখেন, জোটের সহকারী মহাসচিব মাওলানা একেএম আশরাফুল হক এবং তথ্যও গবেষণা সচিব আলহাজ্ব মোঃ ওবায়দুল হক। আরো বক্তৃতা করেন মাওলানা মুজিবর রহমান, হাফেজ আবদুল কাইয়ূম, মাওলানা রহিম উদ্দিন, রফিকুল ইসলাম, মাওলানা যোবায়ের হোসেন, ইসলামি ছাত্র সমাজের সভাপতি হাফেজ নুরুজ্জামান ও জিএম মাহমুদ হাছান প্রমূখ। সভাশেষে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খান, স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠী, প্রজ্জ্বলিত প্রিদিম ও প্রতিচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

আইওজে নেতৃবৃন্দ আরো বলেন, ইসলামী ঐক্যজোট দেশবাসিকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রবর্তনের প্রেরণা যোগাচ্ছে এবং জনমনে সংগ্রামী চেতনা সঞ্চারিত করার প্রয়াস চালাচ্ছে। ইসলামী ঐক্যজোট বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে নীতি, আদর্শ ও মূল্যবোধের চেতনা জনমনে নতুন করে সঞ্জীবিত করার প্রেরণা যোগাচ্ছে।

জোটের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের সংগ্রামী চেতনাকে সঞ্জীবিত করা। ইসলামী ঐক্যজোট ইসলামী মূল্যবোধকে সন্ত্রাস, নৈরাজ্য, অনাচার ও কদাচার থেকে মুক্ত রেখে অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করা । ইসলামী ঐক্যজোটের প্রয়াস শুধু সাময়িক লাভালাভ নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন বিদ্বেষীদের বিরুদ্ধে স্থায়ী সংগ্রামী চেতনার অগ্নিশিখা জ্বালানো।

আরো পড়ুন

‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং শুরু করছে আওয়ার ইসলাম
আসছে মাহে রমজানুল মোবারক বিশেষ সংখ্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ