সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


দাড়িয়াবান্ধা খেলায় অংশ না নেওয়ায় স্কুলছাত্রকে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাড়িয়াবান্ধা খেলায় অংশ না নেওয়ায় মুন্সীগঞ্জ সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্র তৃতীয় শ্রেণির এক ছাত্রকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মো. আরাফাত (৮) দক্ষিণ চরমশুরা গ্রামের কৃষক মো. আহসান উল্লাহর ছেলে। সে দক্ষিণ চর মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। সন্ধ্যায় আরাফাতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন লিংকন গাজী জানান, সকালে দক্ষিণ চর মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রাতুল (১০) নিহত আরাফাতকে খেলায় অংশগ্রহণ করতে জোরাজুরি করে।

আরাফাত রাজি না হওয়ায় একপর্যায়ে শক্ত মাটির টুকরো দিয়ে তার দিকে নিক্ষেপ করে রাতুল এবং নারকেল গাছের শক্ত ডালা দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আরাফাতকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ