সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১  লাখ জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন? ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের  ‘গুণ ও আখলাকে হুজুর সমসাময়িকদের মধ্যে অনন্য’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র বিতরণ শুরু ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু করলাম : নাসীরুদ্দীন

নির্বাচনের ক্ষণ গণনা শুরু, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।

আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ। ২০ তম রাষ্ট্রপতি হিসেবে তিনি পাঁচ বছর পূর্ণ করতে চলেছেন। এবার দেখার পালা ২১তম রাষ্ট্রপতি কে হচ্ছেন।

সংবিধানের হিসেব অনুয়ায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নব্বই থেকে ষাট দিনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান নিয়ে শিগগিরই স্পিকারের সঙ্গে আলাপ করবে নির্বাচন কমিশন। পরে তফসিল ঘোষণা করা হবে।

২১তম রাষ্ট্রপতির দৌড়ে আলোচনায় রয়েছেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেক।

গত বছর আ লীগের সাধারণ সম্পাদক পদ হারানোর পর থেকেই ধারণা করা হচ্ছিল সৈয়দ আশরাফ পরবর্তী রাষ্ট্রপতি হবেন। তবে স্ত্রী মারা যাওয়ার পর নিজেকে রাজনীতি থেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন তিনি। বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকছেন। তাই আগের আলাপে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করা হচ্ছে।

এর মধ্যে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেক। তবে অনেক নেতার ধারণা বর্তমান রাষ্ট্রপতিকেই আবার মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আর সে জন্য তিনি যোগ্যও।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী একাধিক প্রার্থী হলে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্তা হিসেবে কাজ করেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। এর আগে মাত্র একবার ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচন করতে হয়েছিল।

দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন ওবায়দুল কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ