বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মুগদা জামিয়াতুস সালামে বার্ষিক মাহফিল ২২ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মুগদায় অবস্থিত জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে আগামী ২২ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক মাহফিল।

মাহফিলে মাদরাসার প্রিন্সিপাল মুফতি হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর ঢাকা’র মুহতামিম ও গুলশান আজাদ মসজিদের খতিব মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-এর প্রেসিডেন্ট, সাবের হোসেন চৌধুরী এমপি। উদ্বোধন করবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদিরচৌধুরী এমপি।

মাহফিলে আলোচনা করবেন দেশের জামিয়া দারুল উলুম বনশ্রী রামপুরা’র মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, চিন্তক আলেম, গবেষক, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী ও আল্লামা হাম্মাদুল্লাহ রহমানী।

No automatic alt text available.

এছাড়াও আরো উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল গনি, মাওলানা আব্দুর রহমান, মাওলানা তোফাজ্জল হোসাইন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ  ইমাম মাওলানা এহসানুল হক জিলানী, মাওলানা মিজানুর রহমান, মুফতি আবদুল কাইয়ূম প্রমুখ।

প্রিন্সিপাল মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসা শুরু থেকেই মানুষের ধর্মীয় চাহিদা পূরণে গুরুত্বপর্ণ ভূমিকা রাখছে।

বছরের বিভিন্ন সময় ফিকহী সেমিনার মাহফিলসহ বিভিন্ন ইলমি ও দীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছে আমাদের মাদরাসা। বরাবরের মতো এবারো আমরা বার্ষিক এই মাহফিলের আয়োজন করেছি।

মাহফিল পরিচালনা করবেন মাদরাসা শিক্ষা সচিব মুফতি আরাফাত হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল করিম।

ভাঙছে বিভেদ; ইজতেমায় মুফতি ফয়জুল করীম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ