বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

দেওবন্দ কারো বিরোধিতার পরোয়া করে না : মুফতি নোমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের দেয়া বিভিন্ন বিষয়ে ফতোয়ার বিরোধিতায় এবার মাঠে নেমেছে বিজেপি।

বিজেপির রাজনৈতিক মুখপাত্র রাকেশ ত্রিপাঠি দারুল উলুম দেওবন্দকে আদিম যুগের শিক্ষা প্রতিষ্ঠান ও সংকীর্ণ চিন্তার অধিকারী অভিযুক্ত করে বলেন, দেওবন্দ পুরো ভারতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। তার কাজ হলো সমাজের অন্ধকার দূর করা, আলো ছড়ানো। কিন্তু দেওবন্দ অন্ধাকার দূর করার পরিবর্তে নানা সময়ে ফতোয়া জারি করে মুসলিম সমাজে আরো অন্ধকার ছড়াচ্ছে!

তার এ হটকারিমূলক বক্তব্যের কঠোর প্রতিবাদ করেছেন ভারতীয় উলামায়ে কেরাম।

এ বিষয়ে দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন, কোন রাজনৈতিক দল বা ব্যক্তি দারুল উলুম সম্পর্কে কী ধারণা রাখে তা দেখার বিষয় নয়। কুরআন হাদিসের আলোকেই ফতোয়া প্রদান করা হয়। দেওবন্দও ইসলামি শরিয়ত তথা কুরআন হাদিসকে সামনে রেখে ফতোয়ার কাজ করে যাবে। এক্ষেত্রে দেওবন্দ কারো পরোয়া করে না।

এব্যাপারে মাহনামা দারুল উলুমের মুখপাত্র মাওলানা নাদিম আল ওয়াজদি বলেছেন, দীনি মাদারিসের উপর এধরনের অভিযোগ নতুন কিছু নয়। আমরা এতে মোটেও চিন্তিত নই। বরং আমরা মনে করি ইসলাম ১৪ শ’ বছর পুরনো একটি আসমানি ধর্ম। আর আমরা সেই সঠিক ধর্মের অনুসারী। সুতরাং আমাদের শিক্ষা আসমানি শিক্ষা হওয়ায় তাও ১৪ শ’ বছরের পুরনো এবং ভেজালমুক্ত শিক্ষা।

আর ইসলামের শিক্ষা কখনোই যুগ চাহিদার বিপরীতে ছিলো না। ইসলামি শিক্ষা সব যুগেই সমভাবে ফিট হয়। এবং ইসলামি শিক্ষাকে  কোনভাবেই সংকীর্ণ শিক্ষা বলার সুযোগ নেই। যারা অভিযোগ করে তাদেরই জ্ঞানের দৈন্যতা রয়েছে।

মিল্লাত টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ