বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

পিইসিতে সেরা গোপালগঞ্জ, ইবতেদায়ীতে পঞ্চগড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) ফল প্রকাশ হয়েছে আজ। এতে শীর্ষস্থানে রয়েছে গোপালগঞ্জ জেলা। অপরদিকে এই হার সবচেয়ে কম ঝালকাঠিতে।

৭ বিভাগের মধ্যে এবারও প্রথম স্থানে রয়েছে বরিশাল। এই বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ। ৬৪ জেলার মধ্যে এবার গোপালগঞ্জ জেলা শীর্ষে রয়েছে। এই জেলায় পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। ৫০৮ উপজেলা/থানার মধ্যে তিনটি উপজেলায় শতভাগ পাস করেছে।

শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন।

গত বছরের মত এবারও সর্বনিম্ন পাসের হার সিলেট বিভাগে। এই বিভাগে পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ। ঝালকাঠি জেলায় পাসের হার সর্বনিম্ন ৮৭ দশমিক ৮৮ শতাংশ। যশোর জেলার কেশবপুর উপজেলায় পাসের হার সর্বনিম্ন ৭১ দশমিক ২০ শতাংশ।

এদিকে ইবতেদায়ীতে ৭ বিভাগের মধ্যে এবারও রাজশাহী বিভাগ পাসের হারে শীর্ষে রয়েছে। সেখানে পাসের হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। অপরদিকে এবারও সিলেট বিভাগ পাসের হার সর্বনিম্ন, সেখানে পাসের হার ৮৬ দশমিক ৯২ শতাংশ। পঞ্চগড় জেলায় পাসের হার সর্বোচ্চ ৯৯ দশমিক ০২ শতাংশ।

এবার ইবতেদায়ীতে ৬১টি উপজেলায় শতভাগ পাস করেছে। ফরিদপুর জেলায় পাসের হার সবচেয়ে কম, সেখানে পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় পাসের হারে সবার নিচে অবস্থান করছে। এ উপজেলায় পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ