সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


কওমী মাদরাসা আদর্শ জাতী গঠনের কারখানা : মুফতি ওমর ফারুক সন্ধিপী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

আদর্শ জাতী গঠনের কারখানা কওমী মাদরাসার। কওমি মাদরাসায় ছাত্রদের ভয় নয়, সাহস দিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে  সুনাগরীক হিসেব গড়ে তুলা হয়।

আজ সন্ধ্যা (২৮ডিসেম্বর) বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরবে ওমর ইবনুল খাত্তাব রা. তাহফিজুল কুরআন মাদরাসার অভিভাবক সমাবেশ মুফতি ওমর ফারুক সন্ধিপী এ কথা বলেন।

বাদ মাগরিব উক্ত অভিভাবক সমাবেশ কুরান তিলায়াতের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে ছাত্রদের প্রদর্শনী ও আম বয়ান এবং নৈশ্য ভোজের মাধ্যমে এ সমাবেশের সমাপ্তি ঘটে।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর নির্বাহী সদস্য মুফতি ওমর ফারুক সন্ধিপী, মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, মুফতি যাবের মুহাম্মাদ আযহারসহ দু শতাধীক উলামা তলাবা ও আম জনতা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ