বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

বেফাকের শুরা বৈঠক সম্পন্ন : ১৭ ফেব্রুয়ারি হতে পারে ১১তম কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আজ বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকের) শুরার জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেফাকের ১১তম কাউন্সিল সামনে রেখে এ সভা আহবান করা হয়।

সভায় বেফাকের আগামী কাউন্সিলের সম্ভাব্য স্থান ও তারিখ নির্ধারণসহ আমেলা ও শুরার কার্য বিবরণী, চলতি বছরের অডিট অনুমোদন করা হয়।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী। সভায় অধিকাংশ শুরা সদস্য অংশগ্রহণ করেন।

বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারিকে বেফাকের আগামী কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আল্লামা আহমদ শফী অনুমোদন করলে এ তারিখে ঢাকার ফরিবাদ মাদরাসায় বেফাকের ১১তম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

তবে সভায় বেফাকের পরিচালনা কমিটি বা শুরার পরিধি বাড়ানো  বিষয়ে কোনো আলোচনা হয় নি বলে তিনি জানান।

এ বিষয়ে তিনি বলেন, প্রতিবছর বেফাকে নতুন মাদরাসা অন্তর্ভূক্ত হয়। তাই আনুপাতিক হারে শুরা কমিটির পরিধি বিস্তৃত হয়।শুধু ২০১৭ সালে ২ হাজার মাদরাসা বেফাকভূক্ত হয়েছে।

এর আগে সভায় শুরার ১৫১জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ