বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির

বাহরাইনে কুরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের হাফেজ ত্বকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আবারও বাংলাদেশি হাফেজের সফলতা দেখল বিশ্ববাসী। এবার বাহরাইনে অনুষ্ঠিত শায়েখ জুনায়েদ আন্তর্জাতিক হিফজুল ক্বুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন হাফেজ সাইফুর রহমান ত্বকী।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী সাইফুর রহমান ত্বকী বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। শাহবাজপুর গ্রামের হাফেজ মো. বদরুল আলমের ছেলে ত্বকী। ইতিপূর্বে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

বাহরাইনের কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫৪টি দেশ অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন লিবিয়ার আব্দুর রহমান আল বাশির এবং দ্বিতীয় হয়েছেন সিরিয়ার উমর আহমদ হাসান।

মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরীর ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকী। প্রতিযোগিতায় অংশ নিতে দুজন ১৭ নভেম্বর বাহরাইন যান।

এর আগে সাইফুর রহমান ত্বকি কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৭২টি দেশের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন। ২০১৪ সালে এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলোর প্রতিযোগিতায় ৩০ হাজার হাফেজদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া ২০১৭ হুফফাজুল কোরআন আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।

বাহরাইনে প্রতিযোগিতার জন্য অনলাইনে আবেদনের ভিত্তিতে ত্বকি বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন। প্রতিযোগিতায় সাইফুর রহমান ত্বকি বিশ্বের প্রায় শতাধিক হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Image may contain: 1 person, flower and text

হাফেজ ত্বকীর এ জয়ে উচ্ছ্বসিত তার পরিবার এবং উস্তাদগণ। ২২ নভেম্বর বাহরাইন থেকে হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী আওয়ার ইসলামকে বলেন, বরাবরের মতোই হাফেজ সাইফুর রহমান ত্বকী বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। আলোকিত করেছে হাজারও হাফেজ আলেমের মুখ। আমি তার আরও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

উল্লেখ্য, আজ রাতেই দেশে ফেরার কথা রয়েছে হাফেজ নেছার আহমদ আন নাছিরী ও হাফেজ সাইফুর রহমান ত্বকীর।

৭০ দেশের মধ্যে মারকাজুত তাহফিজের ছাত্র ত্বকী ২য়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ