সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফেনীর একরাম হত্যা মামলার আসামী বন্দুক যুদ্ধে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সোহেল র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭।

আজ সোমবার ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। সোহেল (৩৪) ওই এলাকার জাফর উল্লার ছেলে। সে এলাকায় ‘রুটি সোহেল’ নামে পরিচিত।

আজ সকালে র‍্যাব-৭ ফেনী সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম দাবি করেন, আজ ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাবের টহল দল সেখানে পৌঁছায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। তখন র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেলে রুটি সোহেলের লাশ বলে চিহ্নিত করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে। সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাসহ ছয়/সাতটি মামলা রয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ