মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


সেনাবাহিনীরি পোশাক পরে ডাকাতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর সন্তোষপুর এলাকা থেকে সেনাবাহিনীর পোশাক ও অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কবির সরদারকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিকবার সেনা বাহিনীর পোশাক পরে ডাকাতি করার অভিযোগ রয়েছে।

 গ্রেফতারের সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদাসহ ১৫টি ধারাল অস্ত্র, সেনাবাহিনীর পোশাক ও ৮টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কবির সরদার সন্তোষপুর এলাকা কাশেম সরদারের ছেলে।

মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম তালুকদার বলেন, কবির সরদার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি সেনাবাহিনীর পোশাক পরে নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করার একাধিক অভিযোগ রয়েছে।

-এআরকে

অনেক মাদরাসায় শিক্ষকদের বেতন বাকি থাকে, এটা কি দোষণীয়?


সম্পর্কিত খবর