বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

ইসলামী আন্দোলনের নাটোর জেলা সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আজিজার রহমান খান ওরফে অ্যাডভোকেট আলিম খান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বুধবার রাতে শহরের কানাইখালী চৌধুরীবাড়ী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে নিজ বাড়ি থেকে ইসলামী আন্দোলনের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে নাটোর সদর থানায় তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। বর্তমানে তাকে নাটোর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হবে।

এছাড়া তার রিমান্ড আবেদনও করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

আমেল খান চৌধুরীর বড় ভাই আলিম খান চৌধুরী জানান, তাঁর ছোট ভাই স্বভাবসুলভভাবে সব সময় অন্যায়ের প্রতিবাদ করেন। এ কারণে সম্প্রতি তিনি শহরে চলমান মেলার বিরুদ্ধে সোচ্চার হন। মেলায় জুয়ার আয়োজকদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার তদন্তে অভিযোগের সত্যতা এলে আসামিদের বিরুদ্ধে সমনের নির্দেশ হয়। একই সঙ্গে তাঁর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে মানববন্ধন হয়। প্রশাসন জুয়া বন্ধ করে দেয়।

তিনি বলেন, স্বার্থান্বেষী একটি মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনি দিয়ে মামলা করেছে। মামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর মনোবল ভেঙে দেওয়ার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশ্যে শঙ্কা, আড়ালে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত বিএনপির

ইসলামী লেখক ফোরামের তৃতীয় কাউন্সিল ২৮ এপ্রিল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ