রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

অন্ধকার বাগদাদে আলোর ফেরিওয়ালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম : আলি আল মোউসুকি।বয়স তার মাত্র ২৫৷ বই বিক্রি করেন বাগদাদের রাস্তায়। তিনিই হলেন এই মোবাইল বুক ট্রাকের মালিক৷ যার কাছে বই-ই একমাত্র ভালোবাসার জায়গা৷

একের পর এক বোমা হামলায় বাগদাদ অশান্ত৷ সেই অশান্তির মাঝেই শান্তির খোঁজে এই উদ্যোগ নিয়েছেন মোউসাউই৷ বাগদাদের  মোড়ে মোড়ে তিনি বই বিক্রি করেন৷   পথচলতি অনেকেই একবার হলেও তাঁর বইয়ের ট্রাকে উঁকিঝুঁকি  দিয়ে যান৷ কেউ কেউ বেশ সময়ও কাটিয়ে যান এখানে বই পড়ে৷ বাগদাদের এই অশান্তির মাঝে এই বিশেষ মোবাইল বইয়ের ট্রাকটি সাহিত্য এবং নাশকতার বিরুদ্ধে লড়াই করছে৷

আলি আল মোউসুকি জানান, এই বইয়ের বিশেষ ট্রাকটি চালানোর জন্য তাঁকে অনেক বাধাবিঘ্ন পেরোতে হয়৷ নিরাপত্তারক্ষীরা মাঝেমধ্যেই তাঁর বইয়ের ট্রাকটি পরীক্ষার জন্য দাঁড় করায়৷  তবে উজ্জ্বল ঝকঝকে বইয়ের ট্রাকের আকর্ষণে অনেকেই এখানে আসেন৷

২০০৩ এর ইরাক যুদ্ধের পর বাগদাদ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল৷ মানুষের মধ্যে এই বিষয়ে আবারও বইয়ের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ নিয়েছেন মোউসুকি৷ তবে প্রথমেই বুকস্টোরটি শুরু করেননি তিনি৷  প্রথমে  একটি ফেসবুক পেজ ওপেন করেন৷ যেটির নাম ‘ইরাকি বুকিশ’৷ ওই পেজেই বিপুল সাড়া পাওয়ার পরই তিনি এবার শুরু করেন এই দোকানটি৷ এরপর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি৷

এই ধরনের একটি অভিনব উদ্যোগের পিছনে রয়েছে আরও একটি কারণ৷ তিনি মনে করেন, এমন একটি বুকস্টোর তৈরি হলে সেখানে বিভিন্ন ধরণের মানসিকতার লোক আসবে৷ এরফলে সে আরও নিত্যনতুন ধারণা পাবেন আরও অভিনব কাজ করার এবং এই বুক স্টোরটিকে আরও উন্নত করতে পারবেন তিনি৷

সম্প্রতি তিনি এই বুকস্টোর গুলিতে বই বিক্রি করারও ব্যবস্থা হয়েছে৷ এমনকি বইপত্র ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি ব্যবস্থাও রয়েছে এখানে৷ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে মোবাইল বুকস্টোরটি৷ চারজন কর্মীও নিয়োগ করেছেন তিনি৷ এই দোকানের আয় আপাতত চার হাজার মার্কিন ডলার৷

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ