মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


নারায়নগঞ্জে ত্বকির বাবার বিরুদ্ধে হেফাজত নেতার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র নিহত তানভীর আহম্মেদ ত্বকীর বাবা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার দুপুরে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মামলাটি করেন।

রফিউর রাব্বির বিরুদ্ধে দায়েরকৃত মামলা আদালত আমলে নিয়ে শুনানি শেষে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দিয়েছেন।
মাওলানা ফেরদাউসুর রহমান জানান, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল বক্তব্য দেন।

তিনি বলেছেন, ‘যদি বাংলার মানুষ জানত সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ তবে ৩০ লাখ শহীদের মুক্তিযুদ্ধে কেউ অংগ্রহণ করত না।’

ফেরদাউস বলেন, রাব্বির সেই বক্তব্যে একজন মুসলমান হিসেবে মর্মাহত ও ক্ষুব্ধ। এছাড়া দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের ওপর ধর্মীয় আঘাত হানার শামিল।

বাদী পক্ষের আইনজীবী সুলতান উল আরেফিন জানান, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ