বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির

সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরাজগঞ্জের বেলকুচিতে সুদের টাকার জন্য এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা  করা হয়। ছেলের সুদের টাকার জন্য হাজী আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে।

রোববার দুপুরে উপজেলার মুকুন্দগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন ওই গ্রামের মৃত ছোরহাব আলীর ছেলে।

নিহত আবুল হোসেনের ছেলে আবদুল আলীম বলেন, একই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আবদুল মতিনের কাছ থেকে আমার বড় ভাই বাচ্চু সুদে টাকা নেন এবং নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসছিলেন।

তিনি বলেন, বর্তমানে আমার বড় ভাইয়ের ব্যবসায়িক অবস্থা খারাপ হওয়ায় দুই-তিন সপ্তাহ ধরে টাকা দিতে না পারায় বাবাকে টাকা পরিশোধ করতে চাপ দেন মতিন।

আলীম বলেন, রোববার দুপুরে মতিন বাবার কাছে টাকা চাইতে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মতিন আমার বাবাকে পিটিয়ে হত্যা করে চলে যায়।

বেলকুচি থানা এসআই নাজমুল হক এ জানান, ঘটনাস্থল থেকে আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে আবদুল মতিন পলাতক রয়েছে।

-এআরকে

কওমি স্বীকৃতি ও তথাকথিত সুন্নিদের প্রতিবাদ; একটি পোস্টমর্টেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ