বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

শিববাড়িতে গ্যাস-বিদ্যুৎ নেই, ছাড়ছেন এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shibbariসিলেট: গ্যাস নেই তিন দিন। ছিল না বিদ্যুৎও। এ ছাড়া ১৪৪ ধারা জারি থাকায় ঘর থেকে বের হতে পারছেন না কেউ। সঙ্গে যোগ হয়েছে বিস্ফোরণ আতঙ্ক। তিন দিন ধরে এভাবে চলছে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মানুষের জীবন।

গত ২৩ মার্চ থেকে শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহল ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর শুক্রবার থেকে সেখানে অভিযান শুরু হয়।

অভিযানকে ঘিরে তিন দিন ধরে ওই এলাকার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে সেখানকার মানুষের রান্নাবান্না, খাওয়া-দাওয়ার কষ্ট হচ্ছে। এমনকি ওই এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতেও পারছেন না বাসিন্দারা। সঙ্গে চলছে থেমে থেমে গোলাগুলি আর বিস্ফোরণ। তাই বেশিরভাগ বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন।

স্থানীয় রাজলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী বেগম পরিবার-পরিজন নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।

জানতে চাইলে তিনি বলেন, এখানে বর্তমানে বসবাসের জন্য তিনি নিরাপদ মনে করছেন না। এ কারণে তাঁরা চলে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৩০) জানান, তিন দিন ধরে গ্যাস নেই। আজ বিদ্যুৎ এসেছে। দুদিন ছিল না। খাবারের জন্য কিছু জোগাড় করা হয়েছে, কিন্তু লাকড়ি নেই।

রাজা মিয়া (৫৬) নামের আরেকজন জানান, তাঁর পরিবারে ১০ সদস্য। ১৪৪ ধারা জারি থাকায় তাঁরা বাজারে যেতে পারছেন না। আধা বেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে। বর্তমানে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেই দিন কাটছে তাঁদের।

দুলাল মিয়া জানান, নিষেধাজ্ঞার কারণে বাড়ি থেকে বের হতে পারছেন না। আর আতিয়া মহলের বাইরে বিস্ফোরণের ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত।

এ মুহূর্তে সেনাবাহিনী অপারেশন টোয়াইলাইট পরিচালনা করছে। গতকাল দুই জঙ্গি নিহত হয় বলে জানানো হয়েছে। এর আগে আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে দুজন পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন। -এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ