সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


বিশ্ব ইজতেমায় কোনো হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম: আগামী ১৩ জানুয়ারি শুরু হতে যাওয়ার বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছি। যা কিছু হতে পারে বা হবে সবকিছু মাথায় নিয়ে কাজ করা হচ্ছে। গোয়েন্দারা তৎপর রয়েছে। বিশ্ব ইজতেমা সুন্দর হবে। নিরাপত্তার বিষয়ে কোন হুমকি আমাদের কাছে নেই।

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে রবিবার দুপুরে বিশ্ব ইজতেমাকে ঘিরে কোন জঙ্গী সংগঠনের হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ