বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে’ বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক নিয়ে যা জানা গেল পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল এখন কোথায়, জানাল ডিবি সিইসির সঙ্গে ইসলামী আন্দোলনের ঘণ্টাব্যাপী বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে ‘একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ সবার ওপরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রমজান সামনে রেখে ভোজ্যতেল ও ডাল কিনবে সরকার আ. লীগ ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় গুলি করে ফয়সাল, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

মার্কিন সন্ত্রাসবিরোধী কালো তালিকায় বিন লাদেনের ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8আওয়ার ইসলাম:আল কায়েদার প্রতিষ্ঠাতা নেতা ওসামা বিন লাদেনের ছোট ছেলে হামযা বিন লাদেনকে সন্ত্রাসবিরোধী কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।সংবাদ বিবিসির।

সম্প্রতি মি. হামযা আল-কায়েদার একজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

ওসামা বিন লাদেনের ছোট ছেলে হামযার বয়স প্রায় ত্রিশ বছর। সম্প্রতি তিনি তার বাবার প্রতিষ্ঠিত সংগঠন আল কায়েদার বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে।

সেই সঙ্গে পরিচিতি পেয়েছেন গোষ্ঠীটির উদীয়মান নেতা হিসেবে।

২০১৫ সালে মি. হামযাকে আনুষ্ঠানিকভাবে আল-কায়েদা নিজেদের সদস্য করার কথা জানায়।

ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে তিনি দলটিতে তার বাবার স্থলাভিষিক্ত হবেন।

আল-কায়েদার পক্ষে রিলিজ করা সাম্প্রতিক ভিডিও বার্তায় মি. হামযাকে দেখা গেছে, পশ্চিমা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আহ্বান জানাতে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, কালো তালিকাভুক্ত করার মাধ্যমে বস্তুত হামযা বিন লাদেন যে সক্রিয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত রয়েছেন, তা বিশ্ববাসীকে জানানো হলো।

এই সন্ত্রাসবিরোধী কালো তালিকাভুক্ত হবার ফলে এখন থেকে মি. হামযা কোন মার্কিন কোম্পানি বা দেশটির কোন নাগরিকের সঙ্গে কোন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড চালাতে পারবেন না।

সেই সাথে যুক্তরাষ্ট্রে কোন ধরণের সম্পত্তির মালিক হতে পারবেন না।

এছাড়া বর্তমানে দেশটিতে তার কোন সম্পদ থাকলে, তার উপরেও স্থিতাবস্থা জারি হবে এই তালিকার পর।

এছাড়া আল কায়েদার নিরাপত্তা বিষয়ক প্রধান ইব্রাহিম আল-বান্নাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র আল-বান্নাকে ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ