বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস

লংমার্চে পুলিশের বাধা; পল্টনে সমাবেশের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha12আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ব নির্ধারিত মিয়ানমার অভিমুখে আজকের লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে। সকাল থেকে হাজারো কর্মী যাত্রাবাড়ীতে জড়ো হতে থাকলে আগে থেকে মোতায়েন করে রাখা বিপুল পরিমাণ পুলিশ সামনে যেতে বাধা দেয়। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে আলাপ আলোচনা করেও বিষয়টি সমাধানে আসতে পারেনি।

যাত্রাবাড়ী থেকে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা রায়হান মুহাম্মদ ইবরাহীম জানান, পুলিশি বাধার কারণে লংমার্চ সম্ভব না হওয়ায় নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে পল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নেন।

জানা যায়, ঘোষণা অনুযায়ী নেতাকর্মীরা এখন পল্টনের দিকে যাচ্ছেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর চলা পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে লংমার্চ কর্মসূচি দিয়েছিল পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। লংমার্চ উপলক্ষ্যে সর্বত্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল দলটি। আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে হাজারও গাড়ি জড়ো হচ্ছিল যাত্রাবাড়ীর কাজলায়। যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল লংমার্চ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গতকাল প্রশাসন আমাদের অনুমতি দিয়েছিল লংমার্চ করার। কিন্তু আজ সকাল থেকেই ঢাকায় আসার পথে পুলিশ আমাদের নেতাকর্মীদের বাধা দিতে থাকে। গাড়িগুলো ফিরিয়ে দেয়। এছাড়াও বিভিন্ন থানায় আমাদের বেশ কিছু কর্মীকে ধরপাকড়ের খবরও পেয়েছি।

তিনি বলেন, অনুমতির পরও পুলিশ কেন লংমার্চে বাধা দিল তা আমাদের বোধগম্য নয়।

তিনি জানান, আমরা লংমার্চে বাধা দেয়ায় প্রতিবাদ সমাবেশ করব পল্টনে। শুনতে পাচ্ছি পল্টনে আসতেও কর্মীদের বাধা দেয়া হচ্ছে।

এ বিষয়ে যাত্রাবাড়ীর থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান বলেন, ‘আমাদের হাইকমান্ডের নির্দেশ ছিল, তাই আমরা তাদের সরিয়ে দিয়েছি। এখানে সমাবেশ বা লংমার্চ করার কোনো অনুমতি ছিল না।’

আরআর

বাধা না এলে লংমার্চ নিয়ে আমরা মিয়ানমার পর্যন্তই যাবো: মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ