সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১  লাখ জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন? ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের  ‘গুণ ও আখলাকে হুজুর সমসাময়িকদের মধ্যে অনন্য’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র বিতরণ শুরু ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু করলাম : নাসীরুদ্দীন

নাসিক নির্বাচনে প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Islami oikko jutআওয়ার ইসলাম: নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট। আজ বিকাল ৩টায় লালবাগস্থ কার্যালয়ে জোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিশে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

বৈঠকে জোট চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী বলেন, ইসলামী ঐক্যজোট নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এদেশের আলেম-উলামা ও দ্বীনদার জনতার বৃহত্তর রাজনৈতিক প্লাটফরম। ইসলামী ঐক্যজোট মনে করে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু রাজনীতির বিকাশে নির্বাচনের কোন বিকল্প নেই। জাতীয় নির্বাচনের মত না হলেও সিটি নির্বাচনের কোন অংশে গুরুত্ব কম নয়।

তিনি বলেন, আমরা চাই নাসিক নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের নগরপিতা নির্বাচিক করুক। দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে ইসলামী ঐক্যজোট নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।

ইসলামী ঐক্যজোটের মজলিসে শূরার বৈঠকে উপস্থিত ছিলেন জোটের মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা আলতাফ হোসাইন, দফতর সম্পাদক মাওলানা রিয়াজতুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ