মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের যেই সুযোগ দেওয়া হবে না : ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isc

আওয়ার ইসলাম : আওয়ামীলীগ নেতা আবদুর   রাজ্জাকদের  রাষ্ট্রধর্ম   ইসলাম   বাতিলের   যেই   সুযোগের   অপেক্ষা করছেন, সে সুযোগ আর কখনো হবে না বলে মত দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি জি.এম. রুহুল আমীন এবং সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ।গতকাল প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছিলেন, সুযোগ পেলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতলি করে দেওয়া হবে। এ কথার প্রতিবাদে  ইশা ছাত্র আন্দোলন এই মত প্রদান করেন।

রোববার দেওয়া এক বিৃতিতে তারা আরও বলেন,  বাংলাদেশর অধিকাংশ মানুষ মুসলামান। আর মুসলামান   হিসেবে   এই   জাতির   আত্মপরিচয়   এখন   সুসংহত।   সুসংহত আত্মপরিচয় সম্পন্ন   জাতি   কখনও আপনাদের  সেই   সুযোগ   কখনো   দেবে   না।

তারা আরও বলেন,  এই রাষ্ট্রের ৯০ শতাংশ জনগণের ধর্ম ইসলাম। সংবিধানেরাষ্ট্রধর্ম   লেখা   না   থাকলেও   এই   দেশের   ধর্ম   ইসলাম।   তবে   সংবিধানেসংযোজনের পর এটিকে বাদ দিলে- দেশের অধিকাংশ জনগণ এবং ইসলামকে অবমাননা   করা   হবে,   ইসলামকে   বিনাশ   করার   পথ   সুগম   হবে   এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। কারণ ইসলামের মত পরধর্মসহিষ্ণুু, ভ্রাতৃত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ ও বিশ্বজনীন ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতথাকার ফলেই বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবেদৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।

আআ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ