রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

'সন্ত্রাসবাদ সাম্রাজ্যবাদী শক্তির কারসাজি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

DSC_6713আওয়ার ইসলাম : চরমোনাই কামিল মাদরাসা প্রিন্সিপাল ও জমিয়াতুল মোদাররেসীনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, মুসলমানরা কোন সময়ই সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিল না, এখনও নাই। প্রথম বিশ্বযুদ্ধ মুসলমানরা করেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধও কোন মুসলমানরা করেনি। এ সকল যুদ্ধে অংশ নিয়েছে যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী ও ইহুদি শক্তিগুলো। কাজেই মুসলমানদেরকে জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদে জড়িত করা ইহুদি ও সাম্রাজ্যবাদী শক্তির কারসাজি। আইএস, ওসামা বিন লাদেনের আলকায়দা আমেরিকার সৃষ্টি। কাজেই ইসলাম সন্ত্রাসবাদ, উগ্রতা সমর্থন করে না। যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে তারা মুসলমান নয়, তারার জাহান্নামী।

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সন্ত্রাসবাদ ও ধর্মের নামে মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্ত¡রে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান। দক্ষিণ আহ্বায়ক মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবীরের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মাওলানা এবিএম জাকারিয়া, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জাতীয় তাফসীর পরিষদ চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দাওয়াতুসসুন্নাহ পরিষদের চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আরেফী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফজলুল হক মৃধা, মাস্টার আব্দুস সবুর, মাওলানা আনসার আহমদ পীর সাহেব কুমিল্লা,মাওলানা সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, মুহাম্মদ মনিরুজ্জামান, মাওলানা মানসুর আহমদ সাকী, মুহাম্মদ ইবরাহীম, মুহাম্মদ নাছির ও ঢাকা জেলা সদস্য সচিব মাওলানা নূর হোসাইন।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের মৌলিক অধিকার। জাতীয় শিক্ষানীতিতে পরিপূর্ণ ধর্মীয় শিক্ষার অনুপুস্থিতি গুলশান ট্রাজেডির অন্যতম কারণ। কেননা পরিপূর্ণ ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি কখনোই সন্ত্রাসবাদ এবং ধর্মের নামে মানুষ হত্যার মতো অমানবিক কর্মকান্ডে লিপ্ত হতে পারে না।

মাওলানা এবিএম জাকারিয়া বলেন, সন্ত্রাসবাদ ইসলাম সমর্থন করে না। যারা সন্ত্রাসবাদের মাধ্যমে দেশে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করছে তারা ইহুদি-খ্রিস্টানদের এদেশীয় দালাল। মুসলমানদের নামে এসব দালালদের চিহিৃত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তিনি আরো বলেন, সরলমনা মুসলিম যুবকদের টার্গেট করে ইহুদি-খ্রিস্টান এবং তাদের দোসররা বিশ্বব্যাপী ধর্মের নামে মানুষ হত্যার মতো জঘন্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ