মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা

‘দেওবন্দিয়াত’ নিয়ে বক্তব্য: ওয়াজাহাতে যা বললেন মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত একটি সম্মেলনে ওয়ায়েজ মাওলানা আব্দুল খালেক শয়িরতপুরী ‘দেওবন্দিয়াত’ নিয়ে একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, দেওবন্দিয়াত ছাড়া বাকি সব পথ গুমরাহ। বিষয়টি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি বিপাকে পড়ে যান এবং আজ নিজস্ব আইডিতে একটি পোস্টের মাধ্যমে তার বক্তব্যের ওয়াজাহাত করার চেষ্টা করেন। তার বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো।

পোস্টে তিনি লিখেন, গত কয়েকদিন যাবত আমার একটি বক্তব্যের অংশবিশেষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা চলছে। মূল ব্যাপার হলো,গত ২৩/০৯/২০২১ ইং রোজ বৃহস্পতিবার জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ'র একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বক্তব্যের এক ফাঁকে বলেছি,'উলামায়ে দেওবন্দের পথ ছাড়া বাকি সব পথ-মতাদর্শ গোমরাহির পথ'।
বক্তব্যটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনলাইন পত্রিকা 'আওর ইসলাম'সহ বেশ কিছু দীনী ভাই এই বক্তব্যের সমালোচনা করেছেন।

মাওলানা আব্দুল খালেক শয়িরতপুরী লিখেন, ব্যাপারটি আমার নজরে এসেছে। ব্যস্ততার কারণে গত কয়েকদিন আমি ওয়াজাহাত করতে পারিনি। আসল কথা হলো,আমার বক্তব্যের মাকসাদ ছিলো, নতুন প্রজন্মের কাছে দেওবন্দিয়াতকে তুলে ধরা।

তিনি আরো বলেন, মূলত আমি যা বলতে চেয়েছিলাম তা হলো, আমাদের এই অঞ্চলে উলামায়ে দেওবন্দ ও দেওবন্দী পীর-মাশায়েখগণই সংখ্যাগরিষ্ঠ আহলে হক। ‘আত্মশুদ্ধি বা এসলাহে নফসের ক্ষেত্রে দেওবন্দী পীর-মাশায়েখদের সিলসিলা সম্পূর্ণ শিরক,বেদআত ও ভেজাল মুক্ত। বাকি সব ভন্ড, স্বীকৃত বাতিল ও ইসলাম বিরোধীদের মতাদর্শ ও পথ নিঃসন্দেহে গোমরাহির পথ।’ এটুকুই বলা আমার মুল মাকসাদ ছিলো। কোনো দল বা মাসলাককে খাটো করা আমার মাকসাদ ছিলো না।

সবশেষে তিনি বলেন, ‘যারা আমাকে চিনেন ও জানেন- তারা ভালো করেই অবগত আছেন যে, আমি এসব ব্যাপারে সহনশীল ও সৌহার্দপূর্ণ আচরণে বিশ্বাসী। সবশেষে সমালোচক প্রত্যেক দীনি ভাইকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দুআ কামনা করছি।’

ফেসবুকে তিনি এ পোস্ট করার পর কমেন্টে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রতিক্রিয়ায় লক্ষ্য করা গেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ