শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’ সারাদেশে ফাজিল পরীক্ষা শুরু হত্যার ৮ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

গ্লোবাল কওমি এডুকেশনের ইংলিশ মিডিয়াম মাদানী নিসাবে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: বাংলাদেশে এই প্রথম ইংলিশ মিডিয়াম মাদানী নিসাব বিভাগ চালু করেছে গ্লোবাল কওমি এডুকেশন ইনস্টিটিউট। ‘সন্তান আপনার; মানুষ করার দায়িত্ব আমাদের’ শ্লোগানকে ধারণ করে বিশ্বমানের স্কলার তৈরি করতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে প্রথম ইংলিশ মিডিয়াম হিফজ বিভাগ চালু করেছে প্রতিষ্ঠানটি। এবার ইংলিশ মিডিয়াম মাদানি নিসাবের ১ম ও ২য় বর্ষে ভর্তি চলছে।

ইনস্টিটিউটটি যুগের চাহিদা অনুযায়ী শিশু শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে সময়োপযোগী বিভাগসমূহ। তন্মধ্যে রয়েছে,
১. সাত বছর মেয়াদি পূর্ণাঙ্গ মাদানি নেসাব।
২. ইংলিশ মিডিয়াম হিফজুুল কোরআন।
৩. ছয়মাস ব্যাপী ইংরেজি ভাষা শিক্ষা কোর্স।
৪. উচ্চতর আরবি ভাষা শিক্ষা কোর্স।
৫. কম্পিউটার প্রশিক্ষণ ডিপ্লোমা কোর্স।
৭. আরবি খত্বে রুকআ প্রশিক্ষণ।

তবে এর মাঝে সবচেয়ে আকর্ষণীয় বিভাগ হচ্ছে ‘ইংলিশ মিডিয়াম মাদানী নিসাব বিভাগ’। এ বিভাগের বৈশিষ্ট্য হলো,May be an image of text

* ৭ বছর মেয়াদী পূর্ণাঙ্গ মাদানী নেসাব (৭ বছরেই দাওরায়ে হাদীস/মাস্টার্স)।
* হজরত মাওলানা আবু তাহের মেসবাহ কর্তৃক প্রণীত মাদানী নেসাবের পূর্ণাঙ্গ অনুসরণ।
* মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই আরবি ও ইংরেজিতে পূর্ণাঙ্গ কথােপকথনসহ যে কোন আরবি নির্ভূল এবারত পড়া, তারকীব ও তাহকীকে দক্ষ করে গড়ে তােলা।
* কম্পিউটারের যাবতীয় বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়।
* সদ্য হাফেজদের প্রতিদিন নিয়মিত শুনানী বাধ্যতামুলক।
* অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করানো হয়।
* যারা PSC, JDC, Dakhil/ ssc পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তাদের জন্য পরীক্ষায় অংশ নেওয়ার সু-ব্যবস্থা রয়েছে।

আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম মাদানী নেসাব মাদরাসায় ভর্তি করিয়ে আরবি ভাষার পাশাপাশি শতভাগ ইংরেজি ভাষা ও কম্পিউটারে দক্ষ হিসেবে গড়ে তুলতে আজই যােগাযােগ করুন।

যাতায়াতঃ যাত্রাবাড়ী হয়ে চিটাগাংরােড নেমে হাউজিং ফকির বাড়ি মসজিদ এর সামনে (জমজম টাওয়ার)।

মােবাইল: 01722-476160, 01972-476160

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ