শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


সিলেটের মকবুল হুসাইন আসগরী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: সিলেটের শাহ পরান জা‌মেয়ার শায়খুল হাদীস, জা‌মেয়া দারুস সালা‌ম খাসদ‌বির সি‌লে‌টের সা‌বেক সহকা‌রি শায়খুল হাদীস মাওলানা মকবুল হুসাইন আসগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত ৪ টা ৩০ মি‌নি‌টে নিজ বা‌ড়ি‌তে তিনি ই‌ন্তেকাল ক‌রে‌ন।

শায়খুল হাদিস ওয়াত তাফসির মাওলানা মাকবুল হুসাইন আসগরী রাহিমাহুল্লাহ নিভৃতচারী এক জ্ঞানসাধক ছিলেন। তারকাতুল্য আকাবির আল্লামা আবদুল্লাহ দরখাস্তি, ইদরিস কান্ধলভী রাহ., আহমদ আলী লাহু‌রি রহ প্রমুখ আকাবিরের শাগরিদ ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ