আওয়ার ইসলাম: ব্যারিস্টার শেখ তাপসের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনি একটা গুণ্ডার মতো আচরণ করেছেন।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তাপসের উদ্দেশে রিজভী বলেন, ‘ওই যে ছেলেটি ঢাকা দক্ষিণের মেয়র হয়েছে ভোট ছাড়া, তার কথাবার্তা দেখুন। একটি ব্যারিস্টার ছেলে তার কথাবার্তা তো একটু মার্জিত হবে, পরিশীলিত হবে। কেমন যেন ‘ধররে, মাররে, কেটে ফেলব’ এ ধরনের তার কথাবার্তা। তার ফল বহিঃপ্রকাশ দেখেন। তিনি গোপালগঞ্জ যাবেন সেখানে ফেরিতে দুজন লোক পুলিশের অনুমতিতে উঠেছে। তার সিকিউরিটি যারা ছিলেন, তারা তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাপস আপনি কে? আপনার ওই ফেরিতে একজন সাধারণ মানুষ যেতে পারবে না আর গেলে পরে রক্তাক্ত হবে? আপনি মেয়র নামের অযোগ্য। আপনি বিনাভোটের মেয়র বলেই আপনার মধ্যে মানবতা নেই। আপনার মধ্যে ন্যূনতম কোনো সংস্কৃতি নেই। আপনি একটা গুণ্ডার মতো আচরণ করেছেন।’
তিনি বলেন, ‘যারা জনগণের ভোটে মেয়র হয় না, তারা হয় বেপরোয়া, জমিদার। এই দেশটা কি আপনাদের জমিদারি? ফেরি কি আপনাদের ব্যক্তিগত মালামাল যে আপনি ছাড়া আর কেউ উঠতে পারবে না। আর উঠলে পরে পরিণাম হবে রক্তাক্ত হওয়া। আজ গুণ্ডারা হয় মেয়র, মাফিয়ারা হয় মন্ত্রী।’
-এএ