সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


সরকারি দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি মেয়র আতিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। প্রতিষ্ঠান দুটি হলো- রাজধানীর উত্তরার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এবং রেলপথ মন্ত্রণালয়।

মশা নিধনে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনে গিয়ে আজ সোমবার ক্ষোভ প্রকাশ করেন এবং মামলা করার কথা বলেন ডিএনসিসি মেয়র।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং রেলপথ মন্ত্রণালয়ের পৃথক ডোবা এবং নালায় মশার লার্ভা দেখে এ সময় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, দুটি সরকারি প্রতিষ্ঠানের ডোবায় কোটি কোটি মশার প্রজনন হচ্ছে। বিমানবন্দরের ভেতরে ঢুকে যাচ্ছে এসব মশা। এসব ডোবা থেকে কচুরিপানাসহ ময়লা-আবর্জনা অবিলম্বে পরিষ্কার করতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ