আওয়ার ইসলাম: রাজধানীর কাঁঠাল বাগানের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয় এবং রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মুহা. রায়হান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মী সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কতটি ঘর পুড়েছে তা জানা যায়নি।
-এএ