আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি অসুস্থবোধ করায় এবং করোনা পজিটিভ রিপোর্ট আসায় বৃহস্পতিবার সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
রাতে সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, আমি খুব অসুস্থ। আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছি।
পরিবারের সদস্যরা জানান, সেলিমা রহমানের আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান খালেদা জিয়ার ২০০১ সালের সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন।
বিএনপি সর্বশেষ জাতীয় কাউন্সিলে সেলিমা রহমান দলের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। ২০১৯ সালের জুন মাসে তাকে এবং ইকবাল হাসান মাহমুদ টুকুকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে মনোনয়ন দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
-এএ