সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


দুর্নীতির মামলায় হাজী সেলিমের সাজা হাইকোর্টে বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় সংসদ সদস্য (ঢাকা-৮) হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে নিন্ম আদালতের দেওয়া ১০ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে আরেকটি ধারায় তথ্য গোপনের অভিযোগে দেওয়া ৩ বছরের সাজা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুর্নীতির মামলায় বর্তমানে জামিনে আছেন হাজী সেলিম। আগামী ১৫ দিনের মধ্যে বিচারের আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। সে মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারা মোট ১৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত।

২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। পরে ২০১১ সালের দোসরা জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন।

পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টকে হাজী সেলিমের আপিলের শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ