আওয়ার ইসলাম: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা মহানগর ২নং জোন এর উদ্যোগে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকার খিলগাঁও জাগরণী সংসদ মাঠে আগামী ১১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সম্মেলন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন- মাওলানা শিব্বির আহমদ ও হাফেজ মাওলানা ইউনুছ ঢালী।
এতে প্রধান মুরুব্বি হিসেবে থাকবেন- আন্তর্জাতিক মজলিস তাহাফফুজে খতমে নবুওয়াতের পৃষ্ঠপোষক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও আল্লামা মাহমুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে থাকবেন- আন্তর্জাতিক মজলিস তাহাফফুজে খতমে নবুওয়াতের প্রধান উপদেষ্টা, আমিরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন- আন্তর্জাতিক মজলিস তাহাফফুজে খতমে নবুওয়াতের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম জিহাদী।
আরো বয়ান পেশ করবেন- মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা মাহবুবুল হক কাসেমী, মাওলানা সফিউল্লাহ পীরজঙ্গী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা হাসান জামিল, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, আন্তর্জাতিক মজলিস তাহাফফুজে খতমে নবুওয়াতের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাখাওয়াত হোসেন রাজী, মুফতী নজরুল ইসলাম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মহিউদ্দিন একরাম প্রমূখ।
-এএ