সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

শীতে পোশাকের যত্ন নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীত চলে যাওয়ার সময় প্রায় হয়েই এলো। উঠিয়ে রাখার আগে শীত পোশাক ঠিকঠাক পরিষ্কার করা চাই। উল, লেদার বা ডেনিম দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কীভাবে যত্ন নেবেন জেনে নিন।

উলের সোয়েটার: ধুলা দূর করতে কোট পরিষ্কার করার ব্রাশ ব্যবহার করতে পারেন। বেশিরভাগ উলের পোশাকেই ড্রাই ক্লিন করার নির্দেশ থাকে। না থাকলে মেশিনে বা হাতে ধুয়ে নিন। মেশিনে দিলে জেন্টাল ওয়াশে সেট করুন ও মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন। হাতে পরিষ্কার করলে অল্প গরম পানিতে লিকুইড সাবান দিয়ে তিন-চার মিনিট ভিজিয়ে রাখুন। এরপর আলতো করে ধুয়ে নিন। উল কখনও সরাসরি সূর্যের আলোয় শুকাবেন না। এতে রঙ নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার সময় সোয়েটারের উপর একটা পাতলা কাপড় বিছিয়ে নিন।

লেদার জ্যাকেট: লেদার পরিষ্কার করার জন্য কমার্শিয়াল লেদার ক্লিনার ব্যবহার করাই ভালো। তবে দাগ যদি শুধুমাত্র লেদারের উপরের লেয়ারে থাকে, তাহলে নেইল পলিশ রিমুভার বা অ্যারোসল হেয়ার স্প্রে দিয়ে উঠিয়ে নিন। এতে দাগ না উঠলে প্রফেশনাল ক্লিনারের কাছে দিয়ে দেওয়াই ভালো।

লেদারের জ্যাকেট ড্রাই হয়ে ফেটে যাওয়া আটকাতে কন্ডিশনিং খুব প্রয়োজনীয়। স্মুদ থাকলে লেদার পলিশও ব্যবহার করতে পারেন। আলমারিতে রাখার সময় লেদার জ্যাকেট চওড়া, প্যাডেড হ্যাঙ্গারে টাঙিয়ে রাখুন। খুব চাপাচাপি করে রাখবেন না। জ্যাকেট কভার করে রাখতে চাইলে নাইলন বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন না। ইস্ত্রি করতে হলে আগে কিছুক্ষণ স্টিমের মধ্যে রাখুন। তারপর উপরে কাপড় রেখে, অল্প গরমে ইস্ত্রি করুন।

ডেনিম: বারবার ধুলে ডেনিম নষ্ট হয়ে যায়। তাই ডেনিম জ্যাকেট পরিষ্কার করতে হবে একটু অন্যভাবে। ঠাণ্ডা পানিতে ভিনেগার মিশিয়ে জ্যাকেট ডুবিয়ে রাখুন অন্তত আধাঘণ্টা। শুকিয়ে গেলে ভিনেগারের গন্ধ চলে যাবে। সরাসরি গরম পানি লাগলে ডেনিম ফ্যাকাশে হয়ে যেতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ