আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী মাদরাসায় হিন্দু সুপার নিয়োগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন, নিয়োগ কর্তৃপক্ষের মাত্রা জ্ঞানে তৌহিদবাদী জনতা বিস্ময়ে হতাশ, হতবাক ও ক্ষুব্ধ।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, “কথিত এই নিয়োগ এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের লালিত ও ধারণকৃত চিন্তা-চেতনা, চিরায়ত ইসলামি মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী এবং বিধর্মীয় চিন্তা-চেতনা সম্বলিত সুপার দিয়ে ইসলাম ধর্মীয় বই পড়ানোর ক্ষেত্রে তদারকি ও তত্ত্বাবধায়ন করা কীভাবে সম্ভব?”
“এ নিয়ে জনগণ চিন্তিত ও স্বম্বিত । কারণ হিন্দু সুপার দ্বারা তৌহিদবাদী মাদরাসা শিক্ষার্থীদের মনে সর্বশক্তিমান আল্লাাহ-তায়ালা ও তাঁর রাসুলের সা. -এর প্রতি বিশ্বাস গড়ে তোলা কিছুতেই সম্ভব হবে না। এতে সুদীর্ঘকাল ধরে প্রচলিত মাদরাসা শিক্ষার বর্তমান ধারা বৈশিষ্টহীনতায় রুপান্তরিত হবে ।”
তিনি মাদরাসায় হিন্দুর পরিবর্তে একজন মুসলমান সুপার নিয়োগের দাবি জানিয়ে বলেন, একটির পর একটি ইস্যুর চাপে জর্জরিত দেশবাসির ওপর আরেকটি ইস্যু চাপানোর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভিন্ন ধরনের সংকটের উদ্ভব হওয়া অস্বাভাবিক নয়।
আরএম/