বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


তেজগাঁও কলেজের সামনে গাছ ভেঙ্গে আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর তেজগাঁও কলেজের সামনে সেনাবাহিনীর গাড়ির উপর একটি গাছ ভেঙ্গে পড়ে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

গাছ ভেঙ্গে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, তেজগাঁও কলেজের সামনে সেনাবাহিনীর গাড়ির উপর একটি গাছ ভেঙ্গে পড়ে। এ সময় গাড়িতে থাকা এক ড্রাইভার আহত হন। পরে তাকে সিএমএইচে নেয়া হয়। তিনি ঘাড়ে আঘাত পান। তবে গাড়িতে থাকা তিনজন অক্ষত আছেন।

অন্যদিকে গাছ ভেঙ্গে পড়ে ঘটনায় এক রিকশাচালক আহত হন। তাকে নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ