বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


আফগানিস্তানে বিমান হামলায় কমান্ডার মোল্লা মহিউদ্দিনসহ নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে তালিবানদের ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালালে তালিবানপ্রধান কমান্ডার মোল্লা মহিউদ্দিন ওরফে আবু জাহিফাসহ আট জন নিহত হয়।

গতকাল শুক্রবার (৫ জুলাই) আফগানিস্তানের উত্তর তখার প্রদেশের বাহারাক জেলায় তালিবান গুপ্তাশ্রয়ে বিমান হামলা চালানো হয় বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র গোলাম হজরত করিমি।

করিমি শুক্রবার বলেন, ‘নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে আজ বাহারাক জেলায় তালিবানদের গুপ্তাশ্রয়ে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয় যাতে কমান্ডার মোল্লা মহিউদ্দীন ওরফে আবু জাহিফাসহ আটজন তালিবান নিহত হয়। এতে আরও ৫ জন আহত হয়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ