শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

দাওরায়ে হাদীস কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণদের আল্লামা আহমদ শফীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সফলতা অর্জনে যারা বিশেষভাবে ভূমিকা রেখেছেন সেসকল মাদরাসার পরিচালক, শিক্ষাসচিব এবং আসাতেজায়ে কেরামসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার দাওরায়ে হাদীসকে মাস্টার্স এর মান দেয়ার মাধ্যমে কওমী শিক্ষার্থীদের সম্ভবনার দ্বার উম্মোচিত করেছেন।কওমী শিক্ষার্থীদেরকে আরো দক্ষতা অর্জন করে ইসলামের বহুমুখী খিদমত আঞ্জাম দিতে হবে। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে কওমী শিক্ষাব্যবস্থা সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ভবিষ্যতে বহুমুখী চ্যালেঞ্জ মুকাবালার জন্য কওমী শিক্ষার্থীদের আরো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

দাওরায়ে হাদীস উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে ইলম ও আমলের চর্চায় আরও অগ্রগামী হতে হবে। অর্জিত দীনি ইলমের হিফাজত করতে হবে; দুনিয়াবী কোন লোভ-লালসায় পরে কোন অবস্থায় ইসলাম বিবর্জিত কাজে জড়িত হওয়া যাবে না। ইলম একটি আমানত, তার পবিত্রতা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। কর্মক্ষেত্রে সকলকে সতর্ক ও সহনশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৪৪০ হিজরী শিক্ষাবর্ষের দাওয়ারায়ে হাদীস (মাস্টার্স) ফাইনাল পরীক্ষার ফলাফল ৩ জুলাই বুধবার প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬,৭৮৮ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন। এর মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%।

মুমতাজ (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবুল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন।

সারাদেশে সর্বোচ্চ নম্বর পেয়ে মেধাতালিকায় শীর্ষে রয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষার্থী। যেখানে ১ম স্থান একজন ও যৌথভাবে ২য় স্থানসহ আরো ৮জন সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পেয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ