বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


কাঁঠালের ভেতর ইয়াবা: স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার (৫২) ও তার স্ত্রী শিউলি বেগম (৩৯) কে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কাঁঠালের ভেতরে ইয়াবা রেখে পাচার করার অপরাধে গেন্ডারিয়া থানার এসআই মোহাম্মদ শামীম আল মামুন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

বাবলু খন্দকার নড়াইলের লোহাগড়া থানাধীন মাইগ্রামের মৃত খালেক খন্দকারের ছেলে। শিউলি বেগম ব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানাধীন তালতলা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। তারা রাজধানীর দক্ষিণখান এলাকায় বাস করেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়- বাবলু খন্দকার পুলিশ বাহিনীর সদস্য হয়ে মাদক ব্যবসা করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।

মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে, মামলার মূল রহস্য উদঘাটন, মাদকপ্রাপ্তির উৎস, আসামিদের দখল হতে মাদকদ্রব্য উদ্ধার, তাদের সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ করে আটকের লক্ষ্যে আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।

আসামিদেরপক্ষে আইনজীবী হেলাল উদ্দিন আহমেদ রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ