বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


বাংলাদেশে আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন আগামী ১৩ জুলাই দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। তার সঙ্গে ১০০ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল আসবে। দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ সফরের বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের সফরের বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

টিপু মুনশি বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। কোরিয়া বাংলাদেশের তৈরি পোশাক খাতে দীর্ঘদিন ধরে কাজ করছে। বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে অধিক বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আগামী ১৩-১৫ জুলাই কোরিয়ার প্রধানমন্ত্রী প্রায় ১০০ জন ব্যবসায়ী নিয়ে বাংলাদেশ সফর করবেন। এ সময় বাংলাদেশে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। বাংলাদেশে বিনিয়োগ করলে কোরিয়ার বিনিয়োগকারীরা লাভবান হবেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল সাংবাদিকদের বলেন, বাংলাদেশ কোরিয়ার দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার এবং ভালো বন্ধু রাষ্ট্র। কোরিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। অনেক কোরিয়ান প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে। কোরিয়ার তৈরি অনেক পণ্যের চাহিদা রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করবে। কোরিয়া বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে অনেক কাজ করেছে, এখনো করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ