আওয়ার ইসলাম: পারিবারিক কলহের জেরে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে নিজের গায়ে নিজে আগুন দেয়া গৃহবধূ শরবরি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই তানভীর জানায়, তারা মোহাম্মদপুর হুমায়ুন রোডের জেনেভা ক্যাম্প থাকে। গৃহকর্মী কাজ করে তার বোন শরবরি। পারিবারিক কলহের জেরে স্বামী করিমের সঙ্গে মনোমালিন্য করে বিকেল তিনটার দিকে বাসাতেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সে। বাসার লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শরবির শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
-এএ