বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


বিকালের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। তার এমন নির্দেশের পর ইতোমধ্যেই বেশ কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাদের ডেকে নিয়ে বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

তিনি জানান, যে সমস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের আগে নিয়োগ পেয়েছেন তারা সবাই এই নির্দেশের আওতায় পড়বেন।

ঠিক কতোজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করবেন তার সঠিক কোনো সংখ্যা জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ