বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন শায়েখে চরমোনাই মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ, ২টায় জানাজা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার খালেদা জিয়ার শোক বইয়ে মাওলানা ড. গোলাম মুহিউদ্দীন ইকরামের স্বাক্ষর  জানাজা নামাজের নিয়ম ও দোয়াসমূহ খালেদা জিয়ার জানাজায় রেড-গ্রিন-হোয়াইট জোন, কারা কোথায় থাকবেন হামাসের সাবেক মুখপাত্র ও জ্যেষ্ঠ কমান্ডারদের শাহাদাতে শিবিরের শোক খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগ খালেদা জিয়ার জানাজার অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

নির্ধারিত সময়ের পরও পাওয়া যায়নি হজ ভিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্ধারিত সময়ের সাত দিন পরও হজযাত্রীদের ভিসা দেয়া শুরু হয়নি। হজ অফিস বলছে, সৌদি আরব কর্তৃপক্ষের প্রস্তুতির অভাবেই দেরি হচ্ছে। তবে আগামী সপ্তাহের মধ্যে এ সংকট কেটে যাবে বলে জানানো হয়েছে।

৪ জুলাই শুরু হচ্ছে এবছরের হজযাত্রা। হজযাত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে ক্যাম্প।

কিন্তু ৯ দিন আগেও ভিসা হাতে পাননি কেউই। সরকারি হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করা হলেও বেসরকারি পর্যায়ের হজযাত্রীদের এখনো নিশ্চিত হয়নি। ভিসা পেতে বাড়ি ভাড়া, উন্নত খাবার নিশ্চিতের শর্ত দিয়েছে সৌদি আরব।

হজ অফিস বলছে, এসব নিয়মকানুনের জন্য ভিসা পেতে দেরি হচ্ছে। তবে এবারই প্রথম অনলাইনে ভিসা আবেদনের সুযোগ থাকায় বিড়ম্বনা কম হবে বলে জানান পরিচালক।

এদিকে হজযাত্রার আগেই সব এজেন্সি বাড়িভাড়া ও বিমান টিকিট নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছে এজেন্সিদের সংগঠন হাব।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালনের কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮ এজেন্সির মাধ্যমে এক লাখ ২০ হাজার জন হজে যাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ