বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন শায়েখে চরমোনাই মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ, ২টায় জানাজা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার খালেদা জিয়ার শোক বইয়ে মাওলানা ড. গোলাম মুহিউদ্দীন ইকরামের স্বাক্ষর  জানাজা নামাজের নিয়ম ও দোয়াসমূহ খালেদা জিয়ার জানাজায় রেড-গ্রিন-হোয়াইট জোন, কারা কোথায় থাকবেন হামাসের সাবেক মুখপাত্র ও জ্যেষ্ঠ কমান্ডারদের শাহাদাতে শিবিরের শোক খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগ খালেদা জিয়ার জানাজার অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

২ জুলাইয়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২ জুলাইয়ের মধ্যে সকল ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিজ দায়িত্বে ধ্বংসের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ওষুধ প্রশাসন গত সপ্তাহে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিষয়ে মতবিনিময় করেছে। সেখানে সবাই একমত হয়েছেন যে, আগামী ২ জুলাইয়ের মধ্যে সকল মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হবে।’

‘তবে ২ জুলাইয়ের পরও যদি কোনো ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বলে জানান তিনি।

ওষুধ প্রশাসন মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ২ জুলাইয়ের মধ্যে ধ্বংস করতে হবে এবং সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির কাছে ফেরত দিতে হবে।

তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে চিঠি দিয়েছি। সমিতিগুলোও সকল ফার্মেসিতে চিঠি দিয়েছে।’

কতগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস বা ফেরত দেয়া হয়েছে তার তথ্য সবসময় ওষুধ প্রশাসনকে জানাতে হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৬ মাসে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৪০৪টি ফার্মেসির বিরুদ্ধে মামলা হয়েছে।

এছাড়া পাঁচজনকে কারাদণ্ড ও ৮১ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২২ লাখ ৮১ হাজার ৪০৫ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ