বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭

শিরোনাম :

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১৬ ফার্মেসিকে ৩০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গ্রীণ রোডে অভিযান চালিয়ে ১৬টি ফার্মেসিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের চালানো এ অভিযানে ১০টি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ২৫ লাখ টাকার ওষুধও জব্দ করা হয়।

১৪ জন কর্মকর্তার সমন্বয়ে এ অভিযান বৃহস্পতিবার পরিচালিত হলেও শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এতে অভিযানে ১৬ ফার্মেসির অন্য ৬টি থেকে আনরেজিস্টার্ড ওষুধ জব্দ করা হয়।

সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের এক সেমিনারে ‘শতকরা ৯৩ ভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে’ বলে উল্লেখ করা হয়। এ খবর গণমাধ্যমে প্রকাশের পর স্বাস্থ্যখাতের এমন অবস্থা নিয়ে তোলপাড় শুরু হয়।

এরপরই ‘নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে’ অভিযানে নামে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এর অংশ হিসেবে বৃহস্পতিবার র‌্যাব নিয়ে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ওষুধের মেয়াদোত্তীর্ণ হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা।

কিন্তু সে ওষুধ বিক্রি করা অপরাধ। নিয়ম হলো, মেয়াদোত্তীর্ণ ওষুধ ‘বিক্রয়ের জন্য নয়’ লিখে নির্দিষ্ট একটি কনটেইনারের পৃথক স্থানে সরিয়ে রাখা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ