বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


গাজীপুরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানকালে ‌'বন্দুকযুদ্ধে' মুহা. বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল এবং চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাত সোয়া ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দুম্বারিচালা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া ওই এলাকার জাহাঙ্গীরপুর গ্রামের মুহা. আফছার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক চোরাকারবারের ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১-এর সহকারী পরিচালক মুহা. কামরুজ্জামান জানান, দুম্বারিচালা এলাকায় মাদক চোরাকারবারিদের আবস্থানের খবর পেয়ে রাতে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বাবুল গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ বাবুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযানের র‌্যাবের কনস্টেবল মুহা. জিকরুল ও মুহা. কামরুল আহত হন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ