মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ভারতে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও পার্শ্ববর্তী অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (৫ জুন) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ ৪ জুন (মঙ্গলবার) সন্ধ্যার পর কলকাতার মসজিদ-ই-নাখোদা মারকাজি রুয়াত-ই-হিলাল কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তবে চাঁদ না দেখা যাওয়ায় বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার (৬ জুন)। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ঘোষণা দেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রমজান ৩০ টি পূর্ণ করে আগামী ৬ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

তিনি বলেন, ‘চাঁদ দেখা কমিটি’ নামে বাংলাদেশে একটি কমিটি আছে। পূর্বের কমিটির সাথে বাংলাদেশের আরও অনেক বিজ্ঞ আলেমদের আমরা কমিটির সাথে সম্পৃক্ত করেছি। তাদের সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে বসেছি। কারো থেকেই চাঁদ দেখার নির্ভরযোগ্য কোনো খবর পাইনি।

তিনি বলেন, আমরা আলেমদের বলেছি, বিষয়টি সরকারের না। বরং আল্লাহ ও আল্লাহর রাসূলের। তাই এ বিষয়ে আপনারাই সঠিক সিদ্ধান্ত দিবেন। আমরা প্রতিটি বড় বড় মাদরাসার আলেমদের বলেছি, আপনারা আপনাদের এলাকার খবর নিয়ে আমাদের জানান। কোথাও চাঁদ দেখা গেলে আমাদের তথ্য দিন। তারা নিজেরা বৈঠকে বসে আমাদের জানিয়েছেন কোথাও চাঁদ দেখা যায়নি।

মন্ত্রী বলেন, আমাদের মাগরিবের পরের বৈঠকে আমাদের সাথে অনেক আলেম ছিলেন। এছাড়াও আমরা চরমোনাইয়ের হুজুর, হাটহাজারী হুজুরসহ আরও অনেক আলেমদের (সবার নাম আমি বলতে চাই না) সাথে কথা বলেছি। কারো থেকেই চাঁদ দেখার নির্ভরযোগ্য কোনো খবর আমরা পাইনি। তাই আগামীকাল বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ঈদ আগামি বৃহস্পতিবার।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের কয়েকটি স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছে। সে হিসাবে আগামীকাল রোজা রাখলে তাদের জন্য ৩১টি রোজা হয়ে যাবে। এ বিষয়ে জানাচ্ছি, তাদের সিদ্ধান্ত তাদেরই। তাদের দায় আমাদের ঘাড়ে নিব না। আমরা কোরআন ও হাদিসের আলোকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কাল রোজা রাখতে হবে। এরপর জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক না করতে আহ্বান জানান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ