বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন যারা খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানালেন শায়েখে চরমোনাই ‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব, রাতেও তিনি ডায়ালাইসিস পেয়েছেন’ ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার পুলিশের ওপর হামলা মামলায় ভোলায় আ.লীগের দুই নেতা আটক খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বেফাকের কার্যক্রম বন্ধ খালেদা জিয়ার মৃত্যু: শোক বইয়ে ২৮ দেশের কূটনীতিকের স্বাক্ষর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের শোক খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানুষের অধিকার আদায়ের লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : মাওলানা জুবায়ের আহমাদ

২৬৫ জন মেধাতালিকা পেয়ে জামিয়াতুস সুন্নাহ প্রথম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বেফাকের মেধাতালিকায় জামিয়াতুস সুন্নাহ প্রথম স্থান লাভ করেছে। এবার নিয়ে মোট নয়বার প্রতিষ্ঠানটি প্রথমস্থান অধিকার করলো।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এ তথ্য নিশ্চিতভাবে জানা গেছে।

এ ব্যাপারে মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ ফরিদীর কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি মাদরাসার ভালো রেজাল্টের জন্য ছাত্র শিক্ষক সবার প্রতি কৃতজ্ঞ। সবার অক্লান্ত পরিশ্রম ও মাদরাসার ছাত্র শিক্ষকদের একই রুটিনে পরিচালিত হওয়ার কারণে আল্লাহ তায়ালা আমাদের এ সাফল্য দিয়েছেন।ভবিষতে এ সাফল্য ধরে রাখতে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। সবাইকে অনুরোধ করবো আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য।

এর আগে বেফাকের ফলাফল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবূ ইউসুফ বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর নিকট হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ।

ফলাফলে দেখা যায়, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর থেকে মোট ২৬৫ জন ছাত্র মেধাস্থান অর্জন করেছে। এর মাঝে ‘ফজিলত’ (স্নাতক) বিভাগে ৭ জন, ‘সানাবিয়া উলইয়া’ (উচ্চ মাধ্যমিক) বিভাগে ১৭ জন, ‘মুতাওয়াসসিতাহ’ (নিম্ম মাধ্যমিক) এ ৯১ জন, ‘ইবতিদাইয়াহ’ (প্রাইমারী) তে ১৪২ জন ও ‘হিফজুল কুরআন’ এর ৮ জন ছাত্র রয়েছে।

পরীক্ষায় তাকমিল (এম.এ.) ব্যতিত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন অংশগ্রহণ করে। এর মাঝে উত্তীর্ন পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ