বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন যারা খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানালেন শায়েখে চরমোনাই ‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব, রাতেও তিনি ডায়ালাইসিস পেয়েছেন’ ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার পুলিশের ওপর হামলা মামলায় ভোলায় আ.লীগের দুই নেতা আটক খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বেফাকের কার্যক্রম বন্ধ খালেদা জিয়ার মৃত্যু: শোক বইয়ে ২৮ দেশের কূটনীতিকের স্বাক্ষর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের শোক খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানুষের অধিকার আদায়ের লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : মাওলানা জুবায়ের আহমাদ

টুপি পরায় ভারতে মুসলিম যুবকের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ভারতের রাজধানী নয়া দিল্লি সংলগ্ন হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে এক মুসলিম যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ‘জয় শ্রীরাম’স্লোগান না দেয়ায় মুহাম্মাদ বাকের আলম (২৫) নামের ওই যুবকের ওপর হামলা চালানো হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য গৌতম গম্ভীর। গতকাল রোববার এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে  বলে জানা যায়।

আহত যুবকের বরাত দিয়ে পার্সটুডের খবরে বলা হয়েছে, আক্রান্ত যুবক নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে বাড়ি ফিরছিলেন।

সদর বাজার লেনের কাছে বেশ কয়েকজন অপরিচিত যুবক তাকে ঘিরে ধরে এবং মাথার টুপি খুলে ফেলে থাপ্পড় মারে৷ দুর্বত্তরা বাকেরকে ‘ভারত মাতা কী জয়’বলতে বাধ্য করে৷

বাকের বলেন, ‘দুর্বত্তরা জোর করে ‘জয় শ্রীরাম’বলানোর চেষ্টা করলে আমি তা বলতে না চাওয়ায় আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে লাঠিসোঁটা দিয়ে নির্দয়ভাবে মারধর করে।’

ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ সোমবার দিল্লির নবনির্বাচিত বিজেপি এমপি গৌতম গম্ভীর ধর্মনিরপেক্ষ ভারতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, গুরুগ্রামে এক মুসলিমকে টুপি খুলে ‘জয় শ্রীরাম’বলতে বাধ্য করার ঘটনা নিন্দনীয়। গুরুগ্রাম কর্তৃপক্ষের অবশ্যই এ ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়া উচিত।

পুলিশের এক কর্মকর্তা বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এ ঘটনার একদিন আগেই মধ্যপ্রদেশে গরুর গোশত রাখার গুজব তুলে এক নারীসহ চার মুসলিমকে ব্যাপক মারধর করেছে গোরক্ষকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ