শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ এর ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর ৩য় কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪০হি. ২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ রোববার (২৬ মে) বেলা ১১টায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড মিলনায়তনে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি সাইফুল ইসলাম বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের অনুপস্থিতিতে বোর্ডের মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর ঢাকার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলীর কাছে চুড়ান্ত ফলাফল হস্তান্তর করেন।

তিনি বলেন, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদের কে যথাসময ফলাফল প্রকাশ করার তাওফিক দিয়েছেন। আমাদের বোর্ডের ফলাফলের মান অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।
মুফতি মুহাম্মদ আলী বলেন, রেজাল্ট প্রকাশের সময় আমাদের বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব অনুপস্থিত ছিলেন।

তবে তার তত্বাবধানেই এ রেজাল্ট প্রকাশ করছে। বোর্ডের সাথে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ৩য় কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৯৯০ জন। পাশের হার ৮৭.৭১%।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা হোসাইন আহমদ, মুফতি আবুল কাসেম, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা আসআদ, মাওলানা হুসাইনুল বান্না, মুফতী সাইফুল ইসলাম, মাওলানা এনায়েত, মাওলানা বশিরুল্লাহ, মাওলানা ফয়সল উমর ফারুক ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

নিম্নে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষাতে প্রত্যেক জামাতে মেধা তালিকায় যারা আছেন তাদের নাম উল্লেখ করা হলো:

মারহালা— ইফতা
১. জামিয়া শায়খ যাকারিয়্যা ঢাকা, কাঁচকুড়া, উত্তরখান মাদরাসার ছাত্র মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। তার গড় নাম্বর ৯১.০০%। বিভাগ- মুমতায।  ২. জামিয়া শায়খ যাকারিয়্যা ঢাকা, কাঁচকুড়া, উত্তরখান মাদরাসার ছাত্র মুহাম্মদ আবু বকর ছিদ্দীক। তার গড় নাম্বার ৯০.৬০%। বিভাগ- মুমতায। ৩. দারুল উলুম মাদরাসা মিরপুর-১৩, ঢাকা এর ছাত্র মুহাম্মদ হাবিবুল্লাহ। তার গড় নাম্বার ৯০.০০%। বিভাগ- মুমতায।

মারহালা— ফযীলত (বালক)
১. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ তাসলিম মাহমুদ। তার গড় নাম্বার ৯১.৩৭%। বিভাগ- মুমতায। ২. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ শোয়াইব আহমাদ। তার গড় নাম্বার ৯০.১৩%। বিভাগ- মুমতায।
৩. জামিআ ইকরা বাংলাদেশ-এর মাত্র মুহাম্মদ মুহাইমিনুল জান্নাহ। তার গড় নাম্বার ৮৮.২৫%। বিভাগ-মুমতায।

মারহালা— সানাবিয়া উলইয়া (বালক)
১. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ জোবায়ের আহমদ। তার গড় নাম্বার ৯৩.২৮%। বিভাগ- মুমতায। ২. জামিআ ইকরা বাংলাদেশ-এর মাত্র মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তার গড় নাম্বার ৯২.১৪%। বিভাগ- মুমতায।

৩. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ ইমাম হোসাইন। তার গড় নাম্বার ৯১.৮৫%। বিভাগ- মুমতায।

মারহালা— মুতাওয়াসসিতা (বালক)
১. জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ইছাপশর বেলংকা মাদরাসার ছাত্র মুহাম্মদ ফজলে রাব্বী। তার গড় নাম্বার ৯৬.৭১%। বিভাগ- মুমতায। ২. জামিয়া মাদানিয়া আসআদুল উলুম মাদানীনগর খুলনা মাদরাসার ছাত্র মুহাম্মদআবু জর শেখ। তার গড় নাম্বার ৯৬.০০%। বিভাগ- মুমতায। ৩. জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ইছাপশর বেলংকা মাদরাসার ছাত্র শাকিল আহমদ। তার গড় নাম্বার ৯৫.৪৩%। বিভাগ- মুমতায।

মারহালা— ইবতিদাইয়্যাহ (বালক)
১. জামিয়াতুস সাহাবা মাদরাসা, রাখালগাছি বাগেরহাট সদর-এর ছাত্র মুহাম্মদ আল আমিন। তার গড় নাম্বার ৯১.০০%। বিভাগ- মুমতায।  ২. (ক) আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মোহাম্মদ আলী। তার গড় নাম্বার ৯০.৫৭%। বিভাগ- মুমতায। ২. (খ) জামিয়া আশরাফিয়া নূরেরচালা মাদরাসার ছাত্র মুহাম্মদ রাকিবুল হাসান। তার গড় নাম্বার ৯০.৫৭%। বিভাগ- মুমতায।
৩. নশাসন কওমিয়া ইসলামিয়া মাদরাসার ছাত্র মুহাম্মদ মাসুদ আলম। তার গড় নাম্বার ৮৮.২৯%। বিভাগ- মুমতায।

মারহালা— হিফজ (৩০ পারা)
১. জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী মাদরাসার ছাত্র মুহাম্মদ ওমর হাসান। তার গড় নাম্বার ৯৮.৫০%। বিভাগ- মুমতায। ২. (ক) মুনীর শাহীর তাহফীজুল কুরআন একাডেমী-এর ছাত্র মুহাম্মদ মাহফুজুর রহমান। তার গড় নাম্বার ৯৮.০০%। বিভাগ- মুমতায। ২. (খ) জামিয়া ইসলামিয়া তহুরিয়া ও আলিমুন্নেসা মাদরাসার মুহাম্মদ নূর নবী। তার গড় নাম্বার ৯৮.০০%। বিভাগ- মুমতায। ৩. (ক) দারুল উলুম রশিদিয়া কওমি মাদরাসার ছাত্র আবু রায়হান। তার গড় নাম্বার ৯৭.৫০%। বিভাগ- মুমতায।

৩. (খ) জামিয়া মাদানিয়া আসআদুল উলুম মাদানীনগর মাদরাসার ছাত্র মুহাম্মদ রবিউল ইসলাম। তার গড় নাম্বার ৯৭.৫০%। বিভাগ- মুমতায। ৩. (গ) খানজাহান আলী মহিলা মাদরাসা, পলট নং-৬১ এর ছাত্রী মুছাম্মাদ মুমতাহিনা মারিয়াম। তার গড় নাম্বার ৯৭.৫০%। বিভাগ- মুমতায।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ